Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি কাতারের

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৪ | আপডেট: ৪ ডিসেম্বর ২০২৫ ১৪:৫৮

এয়ার অ্যাম্বুলেন্স।

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে অফিসিয়ালি সম্মতি দিয়েছে কাতার। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে রাজি হয়েছে দেশটি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর বিষয়ে কাতার সরকার তাদের সম্মতির কথা বিএনপিকে জানিয়েছে। ঢাকায় কাতার দূতাবাসের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে অফিসিয়ালি সম্মতি জানিয়েছে কাতার।

এদিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল।

বিজ্ঞাপন

উল্লেখ্য, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। বিগত আওয়ামী লীগ সরকারে আমলে বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। এ সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার আবেদন অগ্রাহ্য করে আওয়ামী সরকার।

বিজ্ঞাপন

২১৫ আসনে নির্বাচন করবে জামায়াত
২০ জানুয়ারি ২০২৬ ২১:৩৫

পঞ্চগড়ে সড়কে প্রাণ গেল ২ নারীর
২০ জানুয়ারি ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর