Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারের সময় ১০টি সোনার বারসহ আটক ২

লোকাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৪:২৮

সোনার বারসহ আটক দুই চোরাকারবারি। ছবি: সারাবাংলা

বেনাপোল: দেশে সোনা পাচারের ক্রমবর্ধমান প্রবণতা রোধে কঠোর অবস্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরে এক সফল অভিযান চালিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে বিপুল পরিমাণ সোনার বারসহ দুই আন্তর্জাতিক পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে আনুমানিক ৫টা ৩০ মিনিটে যশোর কোতোয়ালী থানাধীন মুরাদগড় বাসস্ট্যান্ড পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল। এসময় দুই সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১.১৬৪ কেজি ওজনের মোট দশটি সোনার বার উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটক হওয়া পাচারকারীরা হলেন চুয়াডাঙ্গার মো. ফরিদুল ইসলাম (২৮) এবং ঝিনাইদহের মো. মাহাফুজ আলম (৩১)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ঢাকার তাঁতিবাজার এলাকার চোরাকারবারীদের কাছ থেকে এই সোনার বারগুলো সংগ্রহ করেছিলেন এবং যশোর ও চৌগাছা সীমান্ত ব্যবহার করে তা ভারতে পাচার করার পরিকল্পনা করছিলেন।

উদ্ধার করা সোনার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১০ লাখ ৬৬ হাজার ৭২ টাকা। সোনার পাশাপাশি তিনটি মোবাইল ফোন, একটি ইয়ার বাট, একটি পাওয়ার ব্যাংক এবং নগদ ৮ হাজার ১৭২ টাকা জব্দ করা হয়।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এ প্রসঙ্গে জানান, ‘কিছুদিন যাবৎ বাংলাদেশ হতে ভারতে সোনা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আমাদের আভিযানিক কার্যক্রম তারই ফল। সীমান্তে চোরাচালান দমনে বিজিবির এই ধরনের সক্রিয় ও কঠোর অভিযান সব সময়ই অব্যাহত থাকবে।’

আটক করা দুই পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর