Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৫:২৭

শিবগঞ্জে ৮২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়। ছবি: সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার প্রমুখ।

রবি ২০২৫-২৬ মৌসুমে রোরো ধান হাইব্রীড-উফশী ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০ কৃষকের প্রত্যেককে পাঁচ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ১২০ কৃষকের প্রত্যেককে দুই কেজি করে হাইব্রীড জাতের ধান বীজ দেওয়া হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর