Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় উদযাপিত হবে রাশিয়ান পাবলিক ডিপ্লোম্যাসির ১০০তম বার্ষিকী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৫:১৩

ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকার রাশিয়ান হাউজের উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর রবীন্দ্র সরোবরে কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘বন্ধুত্বের সম্প্রীতি: রাশিয়ান পাবলিক ডিপ্লোম্যাসির ১০০তম বার্ষিকী ও বাংলাদেশের বিজয় দিবস উদযাপন’- শীর্ষক এই উৎসবমুখর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ঢাকার রাশিয়ান হাউজ জানিয়েছে, অনুষ্ঠানটি সবার জন্য উম্মুক্ত থাকবে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে এই অনুষ্ঠান হবে। এই বিশেষ সন্ধ্যাটি রাশিয়ান পাবলিক কূটনীতির শতবর্ষ উদযাপন ও বাংলাদেশের বিজয় দিবসকে সম্মান জানাতে উৎসর্গ করা হয়েছে। রাশিয়া ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘস্থায়ী সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক হিসেবে এই দুটি বিশেষ গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে থাকবে ঐতিহ্যবাহী রাশিয়ান লোকনৃত্য, প্রতিভাবান শিল্পীদের দ্বারা পরিবেশিত রাশিয়ান সাংস্কৃতিক ঐতিহ্যের প্রদর্শন। এতে দুই দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে নানা আয়োজন থাকবে। এই অনুষ্ঠানের লক্ষ্য জনসাধারণকে একটি প্রাণবন্ত সাংস্কৃতিক অভিজ্ঞতা দেওয়া ও দুই দেশের মধ্যে মানুষে মানুষে সংযোগ আরও গভীর করা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর