পাবনা: পাবনার ভাঙ্গড়া উপজেলার অষ্টমনিষা বাজারের নৈশপ্রহরী ও বাড়ির মালিকে বেঁধে রেখে পাঁচ সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার দিকে দোকান ও সিন্দুকের তালা ভেঙে অন্তত ৩০ ভরি সোনা ও নগদ পাঁচ লাখ টাকা এবং পরে দোকান মালিক রতন কর্মকারের বাসায় হামলা চালিয়ে আরও ১০ ভরি সোনা ও ১৫ লাখ টাকা নিয়ে যায় ডাকাত দল। ডাকাতির সময় বাজারের নৈশপ্রহরী এবং দোকান মালিকদের বেঁধে রেখে নির্যাতনও করে ডাকাতরা।
সিসিটিভি ফুটেজ ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার অষ্টমনিষা বাজারে অবস্থিত সকল ব্যবসা প্রতিষ্ঠান রাত দশটার দিকে বন্ধ করেন দোকান মালিকরা। পরে রাত দেড়টা থেকে দুইটার মধ্যে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল অস্ত্রশস্ত্র নিয়ে নৈশপ্রহরীদের বেঁধে ফেলে পর্যায়ক্রমে পাঁচটি সোনার দোকানের তালা ও সিন্দুকের তালা ভেঙে সোনার গয়না ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে ভাঙ্গড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এছাড়া সিআইডি এই ঘটনায় তদন্ত করবে। ডাকাতির সময় দোকান মালিকরা স্থানীয় বাসিন্দাদের ফোন করে সহযোগিতা চেয়েছে। কিন্তু কেউ এগিয়ে আসেনি। এলাকাবাসী চাইলে এ ঘটনা প্রতিহত করতে পারত। পরে পুলিশে কল করলে ১৫ মিনিটে পৌঁছায় পুলিশ। কিন্তু এর আগেই ডাকাত পালিয়ে যায়।
তিনি আরো জানান, ৪০ ভরি সোনা ও ২০ লাখ টাকা ডাকাতি হয়েছে বলে দোকান মালিকরা উল্লেখ করেছেন।