ঢাকা: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভায় নেতৃবৃন্দরা বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গত ৩০ নভেম্বর অন্যায়ভাবে ২ জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা করে ভারত আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিগত সময়ে সীমান্তে ভারত কর্তৃক অন্যায়ভাবে সকল হত্যাকাণ্ডের জবাব বাংলাদেশকে চাইতে হবে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সলের পরিচালনায় সাপ্তাহিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়।
নেতৃবৃন্দরা বলেন, জাতীয় তদন্ত কমিশন কর্তৃক পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত রিপোর্টের আলোকে অবিলম্বে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও ন্যায়বিচারের স্বার্থে এর বিকল্প নেই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো নাজুক। অথচ সামনে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির অন্যতম শর্ত হচ্ছে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করা। পেশীশক্তি ও কালো টাকার আধিপত্য নির্মূল করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।
বৈঠকে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাইয়্যিদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ্ব নুর হোসেন, হাফেজ নুরুল হক, আবুল হোসেন, অ্যাডভোকেট রফিকুল ইসলামসহ অন্যান্যরা।