Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জামায়াত কখনো দলীয় স্বার্থের রাজনীতি করেনি, করবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৬:১৭

ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান

ঢাকা: ঢাকা-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়া হবে। জামায়াত কখনো দলীয় স্বার্থের রাজনীতি করেনি, করবে না। একদলীয় শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে ফ্যাসিবাদ বিরোধী সকলকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী দেশ পরিচালনা করেবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ঢাকা-৬ সংসদীয় এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নাগরিকের স্বাস্থ্য সেবা সহজলভ্য করণের লক্ষ্যে হেলথ কার্ড বিতরণ পূর্বক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আল্লাহ তার প্রতিনিধি হিসেবে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন। মানবতার কল্যাণে নিয়োজিত থাকার দায়িত্ব মানুষকে দেওয়া হয়েছে। জামায়াতে ইসলামী আল্লাহর সেই মহান দায়িত্ব পালনের লক্ষ্যে সমাজে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মানবতার কল্যাণে কাজ করে আসছে।’

বিজ্ঞাপন

ড. মান্নান বলেন, ‘চাঁদাবাজ-সন্ত্রাসের গডফাদারদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয়। এমনকি তাদের নিজ দলের নেতাকর্মীও তাদের কাছে নিরাপদ নয়। চাঁদার টাকা ভাগবাটোয়ারা করার দ্বন্দ্বে একে-অপরকে খুন করতে করতে ২০০ প্লাস খুন করা হয়ে গেছে! এই সংখ্যা ক্রমেই বাড়ছে। এরা ক্ষমতায় গেলে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি করে দেশকে দেউলিয়া করে আবারও দেশের সম্পদ বিদেশে পাচার করবে।’

রাজধানীর ধূপখোলা মাঠে স্থানীয় ২ হাজার নারী-পুরুষের মাঝে হেলথ কার্ড বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক কামরুল আহসান হাসান, সদস্য সচিব মো রুহুল আমিন, সহকারি জোন পরিচালক মীর বাহার আমীরুল ইসলাম, জোন টিম সদস্য মাওলানা নেসার উদ্দিন। শহীদ শেখ মেহেদী হাসান জুনায়েদের পিতা শেখ জামাল হাসানমহ ঢাকা-৬ আসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

উল্লেখ্য, হেলথ কার্ডধারী নির্বাচিত হাসপাতালে ২০-৫০ শতাংশ ছাড়ে স্বাস্থ্য সেবা গ্রহণের সুবিধা পাবেন। এ ছাড়াও নামমাত্র মূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস এবং ক্ষেত্র বিশেষ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিস সুবিধা গ্রহণ করতে পারবে।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর