ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে দুটি মামলার শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ থানা পুলিশের ওপর হামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইয়ুম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে তার মক্কেলের নাম না থাকলেও আদালত জামিন দেননি। অথচ একই মামলায় এজাহারে নাম না থাকায় আগে ১৯ জনকে জামিন দেওয়া হয়েছে। অন্য আসামিরা জামিন পেলেও আইভী না পাওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন।
অ্যাডভোকেট আওলাদ আরও জানান, হাইকোর্ট আগেই পাঁচটি মামলায় আইভীকে জামিন দিলেও পরে নতুন করে তাকে আরও পাঁচ মামলায় জড়ানো হয়েছে—যেগুলোর কোনোটিতেই তার নাম নেই। ইয়াসিন হত্যা মামলার এজাহারে স্পষ্টভাবে শামীম ওসমান ও অয়ন ওসমানের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ও গুলির অভিযোগ থাকলেও সেখানে আইভীর সম্পৃক্ততার উল্লেখ নেই। অপর মামলায় পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হলেও ঘটনার সময় আইভী পুলিশ হেফাজতে ছিলেন। তবুও তাকে ওই মামলাতেও গ্রেফতার দেখানো হয়েছে।
তিনি জানান, এসব আদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তারা হাইকোর্টে আবেদন করবেন।