Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামগতি-কমলনগরের মসজিদে-মসজিদে খালেদা জিয়ার জন্য দোয়া

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৩

লক্ষ্মীপুর: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মসজিদে-মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রামগতি উপজেলার চর পোড়াগাছার জামিয়া ইসলামীয়া নুরুল উলূম কওমী মাদরাসায় দোয়া ইউনুস, খতমে খাজেগান পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়।

ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ড্যাব) ১ম যুগ্ম মহাসচিব এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক (প্রোগাম), ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর উদ্যোগে এই আয়োজন করা হয়।

এর আগে, শনিবার থেকে সোমবার পর্যন্ত কমলনগরের মিয়াপাড়া হাজী হাফিজুল্লাহ জামে মসজিদ, ফজুমিয়ারহাট মাদরাসাতুল দাওয়াহ ও এতিমখানা, উত্তর চর জাঙ্গালিয়া হাফিজুল হক পাটারি মাদরাসা, বাঁশতলা দারুস সুন্নাহ ইসলামী কাওমী মাদরাসা, ইসহাকনগর হাই স্কুল অ্যান্ড কলেজ, বশির উল্যাহ হাওলাদার জামে মসজিদ, সাহেবেরহাট আশ্রাফুল উলুম ইসলামীয়া কাওমী মাদরাসা, আনন্দ বাজার জামে মসজিদ, জাতুন নেকাকাইন জামে মসজিদ, সাহেবেরহাট আশরাফিয়া এতিমখানা, চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ ও মাদরাসায় দোয়া ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

দোয়া মাহফিলে নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় সবাই খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

সারাবাংলা/এসআর/ইআ