ময়মনসিংহ: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে বিভাগীয় জেলা ময়মনসিংহে আন্দোলনরত সমমনা ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশ চলছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নগরীর সার্কিট হাউজ ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সমাবেশ শুরু হয়েছে বৃহস্পতিবার দুপুর ২টায়। সমাবেশস্থলে সকাল থেকে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা।
বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সমাবেশে বক্তব্য দেবেন ৮ দলের কেন্দ্রীয় এবং ময়মনসিংহ বিভাগের নেতৃবৃন্দ।