পটুয়াখালী: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবিতে আন্দোলনে ক্ষুব্ধ অভিভাবকরা। বুধবার (৩ ডিসেম্বর) রাতে কলাপাড়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের গেটে শিক্ষকরা তালা ঝুলিয়ে দেয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে পরীক্ষা দিতে এসে শত শত শিক্ষার্থী আটকা পড়ে। এতে অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে উঠলে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসে তালা কেটে শিক্ষার্থীদের বিদ্যালয় প্রবেশ করান এবং পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। তবে বিদ্যালয়ে আসেননি সহকারী শিক্ষকরা।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১৭১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত চার দিন ধরে বার্ষিক পরীক্ষা বর্জন করে কর্মবিরতিতে যায়।
অভিভাবকরা বলেন, সারাবছর শিক্ষার্থীর লেখাপড়া করেছে। এখন বার্ষিক পরীক্ষা দিতে এসে বাচ্চারা স্কুলে প্রবেশ করতে পারছে না। এভাবে কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে শিক্ষকদের এ কেমন আন্দোলন।
কলাপাড়া মঙ্গলসূক মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, তার বিদ্যালয়ের ৭০২ জন পরীক্ষার্থী। বিদ্যালয়ের দপ্তরি ও অভিভাবকদের নিয়ে প্রশাসনের সহায়তায় পরীক্ষা নিতে হচ্ছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, গতকাল রাতে তিনি খবর পেয়েছেন যে, বিভিন্ন বিদ্যালয়ের গেটে সহকারী শিক্ষকরা তালা ঝুলিয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি আজ সকাল থেকে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে তালা ভেঙ্গে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করেন। শিক্ষার্থীদের জিম্মি করে এই আন্দোলনের নামে যারা এই কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।