Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আদর্শ সমাজ, প্রতিষ্ঠান ও রাষ্ট্র গড়ে তুলতে হলে আগে নিজেকে গড়ে তুলতে হবে’

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৮:২৭

বক্তব্য দিচ্ছেন মাওলানা হাবীবুর রহমান। ছবি: সারাবাংলা

সিলেট: বিশিষ্ট আলেমে দ্বীন ও রাজনীতিক সিলেট -১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবীবুর রহমান বলেছেন, সংশোধন নিজে থেকে শুরু করতে হবে। নিজে আমল না করে উপদেশ দিলে ইতিবাচক প্রভাব পড়ে না। অভিভাবক ও শিক্ষকদের ক্ষেত্রে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমরা দুনিয়া ও আখেরাতের শান্তি ও কল্যাণ চাই। আমাদের সন্তানদের গড়ে তুলতে চাই। আদর্শ সমাজ, প্রতিষ্ঠান ও রাষ্ট্র গড়ে তুলতে হলে আগে নিজেকে গড়ে তুলতে হবে।‘

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সিলেট আইডিয়াল মাদরাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

আইডিয়াল মাদ্রাসার প্রিন্সিপাল ড. এ এইচ এম সোলায়মান এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার রেক্টর বিশিষ্ট শিক্ষাবিদ জাহেদুর রহমান চৌধুরী। সমাবেশে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবীর আহমদ সোহেল।

বিজ্ঞাপন

মাদরাসার ভাইস প্রিন্সিপাল আহমদ হোসাইনের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন ক্বারী আবু বকর।

প্রিন্সিপাল ড. এ এইচ এম সোলায়মান তাঁর বক্তব্যে মাদরাসার উন্নয়ন অগ্রগতিতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, এ মাদরাসার শিক্ষার্থীরা আজ মিশর, মদীনাসহ দেশ বিদেশের খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে।

সাংবাদিক কবীর আহমদ সোহেল বলেন, ছাত্র-শিক্ষক এবং অভিভাবক এই তিন শ্রেণির সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান সফল হয়। এই সফলতা ছাত্র শিক্ষক ও অভিভাবকদের।

তিনি শিক্ষাদান ও পাঠদান কার্যক্রম নিয়ে আলোকপাত করে বলেন, শিক্ষকদের হীনমন্যতার উর্ধ্বে থাকতে হবে। আইডিয়াল মাদরাসার পাঠদান ও শিক্ষাদান প্রক্রিয়া আরও গতিশীল করতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-সিনিয়র শিক্ষক নাজিম উদ্দীন, ডে শিফটের ইনচার্জ মো ফারুক মিয়া, মাও. হারুনুর রশিদ ও আহমদ আল মাসউদ প্রমুখ। সমাবেশে মাদরাসার সকল শিক্ষক ও বিপুল সংখ্যক অভিভাবক অংশ নেন।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর