Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের আর্থিক সহায়তা পেলেন ক্যানসার আক্রান্ত রাশিক

স্পেশাল করেসপডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৩৭

রাশিকের চিকিৎসার জন্য আর্থিক অনুদান তার মায়ের হাতে তুলে দেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ। ছবি: সারাবাংলা

বগুড়া: নীলফামারী সদর উপজেলার চড়চড়াবাড়ী দারুস সুন্নত আলিম মাদরাসার সহকারী শিক্ষক আমিরুজ্জামানের দ্বিতীয় পুত্র ছেলে ক্যানসারে আক্রান্ত ১২ বছর বয়সী মো: রাফিউজ্জামান (রাশিক)-কে আর্থিক সহায়তা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্বাবধানে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নীলফামারী সদরের চড়চড়াবাড়ীতে রাশিকের নিজ বাড়িতে চিকিৎসার জন্য আর্থিক অনুদান তার মায়ের হাতে তুলে দেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ।

এসময় কালাম আজাদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে ঢাকার বাহিরে নর্থ বেঙ্গলের নীলফামাতে আমরা এসেছি এই পরিবারকে চিকিৎসার অর্থ দিতে। শুধু দলের নেতাকর্মীরাই নয়, সমাজের অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের জন্য আমরা বিএনপি পরিবার সারাদেশে কাজ করছে।’

বিজ্ঞাপন

রাশিক ২০২০ সালে ক্যানসারে আক্রান্ত হয়। প্রতিমাসে দুই ব্যাগ প্লাটিলেট ও ওষুধ ক্রয় করতে মোটা অংকের অর্থ ব্যয় হয়। চিকিৎসকরা জানিয়েছেন রাশিকের বোনম্যারো ট্রান্সপ্লান্ট করতে হবে, যার খরচ অত্যন্ত ব্যয়বহুল।

এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ওলামা দলের যুগ্ম সাধারন সম্পাদক সাব্বির আহমেদ ওসমানী, বগুড়া শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, বিএনপি নেতা মিটন প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর