Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ১৯:১৯

কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলাম। ছবি: সারাবাংলা

ফরিদপুর: ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী-মধুখালী, আলফাডাঙ্গা) বিএনপির মনোনয়ন পেলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ৩৬টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন। এদের মধ্যে নাসিরুল ইসলামকে ফরিদপুর-১ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে প্রথম দফায় ফরিদপুরের তিনটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ঘোষণা করা হয়।

ফরিদপুরের বাকি তিনটি আসনের প্রার্থীরা হলেন-ফরিদপুর-২ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ এবং ফরিদপুর-৪ আসনে কৃষক দলের সাধারণ সম্পাদক ‎শহিদুল ইসলাম বাবুল।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর