রাজবাড়ী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও শারীরিক সুস্থতা কামনা করে রাজবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৪ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু, সদস্য সচিব অ্যাড.কামরুল আলম, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জি. আমিনুর রহমান ঝন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ, আতিক শিকদার , সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিক, সহ-সভাপতি এস এম হিরা, সাধারন সম্পাদক প্যারিস হোসেনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজী বাড়ী বাইতুলফালা জামে মসজিদের ইমাম মওলানা ইজাজ আহমেদ। এসময় বেগম খালেদা জিয়ার শারিরিক সুস্থ্তা কামনা করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানান নেতাকর্মীরা।
এদিকে দোয়া মোনজাত শেষে এক প্রতিক্রিয়ায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা রাজবাড়ী-২ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষনা করায় দলের হাইকমান্ডকে কৃতজ্ঞতা জানান। সেইসঙ্গে রাজবাড়ী দুইটি আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান নেতারা।