সিলেট: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বড়লেখা উপজেলায় রাখা হয়েছে নফল রোজা, অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল।
মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ি) আসনের উত্তর চৌমুহনী শাহী ঈদগাহ মাঠে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রায় ৮০০ থেকে ১,০০০ নেতাকর্মী স্বেচ্ছায় নফল রোজা পালন শেষে একত্রিত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
দোয়া পরিচালনা করেন উত্তর চৌমুহনী ঈদগাহের খতিব মাওলানা আব্দুল্লাহ আল মারুফ। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, নিরাপদ যাত্রা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বিএনপি নেতা মুজিব রাজা চৌধুরী, জুড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজি হেলাল উদ্দিন, বড়লেখা উপজেলা বিএনপির নেতা আব্দুল কাদির পলাশ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ মহালদার, সিনিয়র যুগ্ম সম্পাদক সামছুল হাসান আহমদ, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আস্কর, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিনসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।
এছাড়া বিভিন্ন ইউনিট বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ অংশ নেন। তাদের মধ্যে ছিলেন—হাজি ফখর উদ্দিন, আজিজুর রহমান, হাজি আব্দুল বাছিত সেলিম, হারুনুর রশিদ, আব্দুল জব্বার, আব্দুল বাছিত, আব্দুল রাজ্জাক, আলতা হোসেন কোকিল, গুলশান আহমদ, আব্দুল জলিল খোকন, আব্দুল খালিক, রায়হান মোহাম্মদ মুজিব, আব্দুল মালেক, আলী হোসেন, জাহিদুল ইসলাম মতিন, আরিফ কিবরিয়া কার্জন, আবু তাহের, হারুনুর রশিদ, এম আরিফুল ইসলাম, তাজুল ইসলাম, জালাল আহমদ, শাহিন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা ও নিরাপদ লন্ডন যাত্রা জাতির প্রত্যাশা।