ঢাকা: উগান্ডার জলবায়ু তথ্য প্ল্যাটফর্ম নির্মাণের কাজ পেয়েছে দেশীয় আইটি প্রতিষ্ঠান ড্রিম৭১ বাংলাদেশ। উগান্ডার কৃষি বীমা খাতকে আধুনিক ও তথ্যনির্ভর ব্যবস্থায় রূপান্তর করতে কেন্দ্রীয় জলবায়ু তথ্য প্ল্যাটফর্ম নির্মাণের দায়িত্ব পেয়েছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই কার্যক্রমটি ইউএনডিপির ফাইন্যানশিয়াল রেজিলিয়েন্স ইন অ্যাগ্রিকালচার উদ্যোগের আওতায় বাস্তবায়িত হচ্ছে। এতে সহযোগিতা করছে উগান্ডার অর্থ, পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়, ইনশিওরেন্স রেগুলেটরি অথরিটি, উগান্ডা সেন্ট্রাল ব্যাংক এবং অ্যাগ্রিকালচার ইনশিওরেন্স কনসোর্টিয়াম-যা দেশটির জাতীয় কৃষি বীমা কর্মসূচি পরিচালনা করে।
উগান্ডার কৃষি বীমা শিল্প দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য আবহাওয়া তথ্য, স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশন ও ঐতিহাসিক জলবায়ু ডাটা সংক্রান্ত সীমাবদ্ধতার মুখে রয়েছে। নাসা ও ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) স্যাটেলাইট ডাটা ব্যবহার করা হলেও একটি সমন্বিত তথ্যভান্ডার না থাকায় অঞ্চলভেদে ঝুঁকি বিশ্লেষণ ও নির্ভুল বীমা পণ্য উন্নয়ন ব্যাহত হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দায়িত্বপ্রাপ্ত সংস্থা এআইসি বর্তমানে তথ্য ব্যবহার করলেও তা যথেষ্ট নির্ভুল নয়, ফলে ভিন্ন ভিন্ন কৃষি-ইকোলজিক্যাল অঞ্চলের উপযোগী বীমা পণ্য তৈরি ও ঝুঁকি ব্যবস্থাপনায় সীমাবদ্ধতা দেখা দেয়। নতুন ক্লাইমেট ডাটা প্ল্যাটফর্ম এই সমস্যাগুলো সমাধান করবে বলে আশা করা হচ্ছে।
ড্রিম৭১ এর তৈরি প্ল্যাটফর্মে স্যাটেলাইট নির্ভর বৃষ্টিপাত, মাটির আর্দ্রতা, সবুজায়ন সূচক, বাষ্পীভবনসহ বিভিন্ন জলবায়ু সংকেত, ক্ষতির ধরণ, ভ্যালু চেইন ডাটা ও স্থানীয় প্রেক্ষিত একত্রে বিশ্লেষণযোগ্য হবে। এতে বীমা প্রতিষ্ঠান, নিয়ন্ত্রক সংস্থা এবং নীতিনির্ধারকরা সুনির্দিষ্ট, প্রমাণভিত্তিক এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।
এ বিষয়ে ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর রাশাদ কবির বলেন, উগান্ডার মতো একটি কৃষিনির্ভর দেশে জলবায়ু তথ্যভিত্তিক সিদ্ধান্ত-সহায়ক প্ল্যাটফর্ম তৈরি করা শুধু প্রযুক্তিগত উদ্যোগ নয়-এটি কৃষকদের জীবিকা ও দেশের আর্থিক স্থিতিশীলতার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। এই প্রকল্পে ড্রিম৭১-এর সম্পৃক্ততা আমাদের আন্তর্জাতিক সক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং গ্লোবাল সাউথে বাংলাদেশের প্রযুক্তিগত উদ্ভাবন পরিচিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
উল্লেখ্য, বাংলাদেশসহ প্রায় ১৫টি দেশে বর্তমানে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করছে ড্রিম৭১।