Thursday 04 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্সফোর্ড ইউনিয়নে আমন্ত্রণ পেলেন হাসনাত-সাদিকসহ তরুণ ৪ নেতা

স্টাফ করেসপন্ডেন্ট
৪ ডিসেম্বর ২০২৫ ২৩:০৫

ডাকসুর সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: অক্সফোর্ড ইউনিয়নের আয়োজনে ‘বাংলাদেশের জুলাই বিপ্লব’ বিষয়ক উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে বাংলাদেশের ৪ তরুণ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটির যৌথ উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হবে।

আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং ডাকসুর এ জি এস মহিউদ্দিন খান।

বিজ্ঞাপন

সম্প্রতি অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটির প্রেসিডেন্ট মুসা হিরাজ সই করা আলাদা চিঠিতে তাদের আমন্ত্রণ জানানো হয়। চিঠিতে বলা হয়, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন ও ক্ষমতার রূপান্তরের সময় ছাত্র-জনতার গণআন্দোলনে তাদের নেতৃত্বপূর্ণ ভূমিকা আন্তর্জাতিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে।

ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘আমন্ত্রণপত্র আলাদাভাবে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কয়েকজনের নাম জানি। আমরা সবাই বসে বিস্তারিত ঠিক করব, তখনই পুরো তালিকা জানা যাবে।’

সেমিনারে প্যানেল আলোচনার পাশাপাশি আমন্ত্রিত প্রতিনিধিরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে নীতি, রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করবেন। সফরের পুরো সমন্বয় ও স্থানীয় ব্যবস্থাপনার দায়িত্ব নেবে অক্সফোর্ড ইউনিয়ন কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর