Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ, ১০ ডিসেম্বর হাজিরের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ০০:১০ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৫ ১০:০১

সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।

এ মামলায় ইতোমধ্যে গ্রেফতার থাকা এই দুই আসামিকে আগামী ১০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন- চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, আব্দুস সোবহান তরফদার, আব্দুস সাত্তার পালোয়ান এবং তারেক আব্দুল্লাহ ।

শুনানি শেষে ট্রাইব্যুনাল আনুষ্ঠানিকভাবে অভিযোগ আমলে নিয়ে পরবর্তী কার্যক্রমের তারিখ নির্ধারণ করে। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম আদালতে অভিযোগ উপস্থাপন করেন এবং দুই আসামিকে হাজিরের আবেদন জানান, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করে।

আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে পাঁচটি অভিযোগ আনা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর