চাঁপাইনবাবগঞ্জ: তারুণ্যনির্ভর নেতৃত্ব গড়ে তোলার লক্ষে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ৩২ কিলোমিটার ম্যারাথন দৌড়।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দারিয়াপুর থেকে এ দৌড় শুরু হয়। এতে প্রায় ৬ হাজার মানুষ অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের ব্যানারে আয়োজন করা হলেও এতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। ম্যরাথন দৌড়ের টাইটেল দেওয়া হয় ‘ভিক্টর রান উইথ বুলবুল ফর চাঁপাইনবাবগঞ্জ’।
চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘আধুনিক, মানসম্মত ও মানবিক চাঁপাইনবাবগঞ্জ গড়তে এমন আয়োজন। দেশ পরিচালনার জন্য সবার আগে প্রয়োজন সুস্থ নেতৃত্ব।’