Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৩:৫৪

মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। ছবি: সারাবাংলা

টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে এক ব্যক্তিকে মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা লক্ষিন্দর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পিপলস পোল্ট্রি ফার্ম সংলগ্ন সিদ্দিকখালী রোডে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান।

এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো: সাত্তার মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারা অনুসারে ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দণ্ড প্রদানের পাশাপাশি অভিযানে জব্দকৃত মাটি স্থানীয় জনকল্যাণে ব্যবহারের জন্য সলিং বাজার জামে মসজিদ কমিটির নিকট হস্তান্তরের নির্দেশনা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে ফসলি জমি এবং রাস্তাঘাট ধ্বংসের অপরাধ প্রতিরোধের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর