Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ইউপি সদস্য মুসা হত্যা মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৬:০৩ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৫ ১৬:১৬

পুলিশের জালে প্রধান অভিযুক্ত সাইম মিয়া। ছবি: সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাবেক ইউপি মেম্বার আবু মুসা সরকার হত্যা মামলার প্রধান অভিযুক্ত সাইম মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার একটি বিশেষ টিম রাজধানীর মিরপুর মডেল থানাধীন আহমদ নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া সাইম মিয়া (৩৫) ছলিমাবাদ ইউনিয়নের মঙ্গল মিয়ার ছেলে।

গত ৩০ নভেম্বর বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ গ্রামের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার আবু মুসা সরকারকে গলাকেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে সাইম মিয়াকে প্রধান আসামি এবং আরও কয়েকজনকে সহযোগী হিসাবে উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছিল।

বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইমের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি তার বাড়ির উত্তর পাশের মসজিদের ময়লার ট্যাংকি থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে উপস্থাপন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর