Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিদিন একটি দলের ভোট কমছে: আব্দুল হালিম

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৬:২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, ‘একটি দল জুলাই বিপ্লব পরবর্তী এমনভাবে চাঁদাবাজি করেছে এখন প্রতিদিন তাদের ভোট কমছে। শুধু তাই নয় চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে নিজেরা নিজেদের নেতাকর্মীদের খুন করার কারণে দলীয় নেতাকর্মীর সংখ্যাও কমতে শুরু করেছে। জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশ গঠনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।’

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে রাজধানীর খিলগাঁও জোড়পুকুর মাঠে ঢাকা-৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থনে মার্চ ফর দাঁড়িপাল্লা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামি সমাজ বিনির্মাণের বাংলাদেশ। যেখানে কোনো অন্যায়, অনাচার, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না। জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সমমনা ৮ দলের আলেম-ওলামা ও জাতীয় নেতৃবৃন্দের সমন্বয়ে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজমুক্ত এক নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গঠন হবে। নিরাপদ বাংলাদেশ গঠনের অংশীদার হতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সমাবেশে প্রধান বক্তা ঢাকা-৯ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কবির আহমদ বলেন, পৃথিবীর ইতিহাসে যত পরিবর্তন হয়েছে তা যুব সমাজের হাত ধরেই হয়েছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এদেশের যুব সমাজকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর পথ তৈরি হয়েছে। কিন্তু এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি দলের সন্ত্রাসী আর চাঁদাবাজি কর্মকাণ্ড। জনগণকেই এবার সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব, সন্ত্রাস-চাঁদাবাজ দলের হাতে দেবে নাকি ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দুর্নীতি-সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ বুঝে নেবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও আসন পরিচালক মাওলানা ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও মহানগরী দক্ষিণের সহকারি মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান এবং ইসলামি ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব সভাপতি ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। সমাবেশের উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ জুবায়ের আহমেদের বাবা কামাল উদ্দিন।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর