Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহিলা দল নেত্রীর মেয়ের বিয়ে, তারেক রহমানের আর্থিক সহায়তা

স্পেশাল করেসপডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৭:২১

বৌভাত অনুষ্ঠানে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী-রংপুর সমন্বয়ক কালাম আজাদ। ছবি: সারাবাংলা

বগুড়া: বগুড়ার গাবতলী উপজেলার পৌর মহিলা দলের সদস্য মরিয়ম বেগমের মেয়ে আফিফা আরবির বিয়েতে আর্থিক সহায়তা দিয়েছেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এ অর্থ সহায়তা দেওয়া হয়। আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার তরফ মেরু গ্রামে মরিয়ম বেগমের মেয়ের বৌভাত অনুষ্ঠানে অংশ নিয়ে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী-রংপুর সমন্বয়ক কালাম আজাদ।

এসময় কালাম আজাদ বলেন, ‘বিগত অত্যাচারী সরকারের সময়ে মরিয়ম বেগম সকল আন্দোলন সংগ্রামে অক্লান্ত পরিশ্রম করেছেন। মরিয়াম বেগমের কন্যার বিদায় বেলায় আমরা আমাদের এই বোনের বাড়িতে এসেছি। আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আর্থিক সহায়তা পাঠিয়েছেন। তার যে কোনো সহযোগিতায় আমরা পাশে থাকবো।’

বিজ্ঞাপন

মরিয়ম বেগম বলেন, ‘স্বয়ং তারেক রহমানের পক্ষ থেকে এই সহযোগিতা ও সহানুভূতি পেয়ে আমি আবেগ আপ্লুত। বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের জন্য দোয়া করি।’

সারাবাংলা/আরটি/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর