Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুবাইদা রহমান ঢাকায়, আসেননি জাইমা রহমান

ফারহানা নীলা স্টাফ করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৪২ | আপডেট: ৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৫০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডা. জুবাইদা রহমানে ও মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। দেশে পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে যান তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টা ৫৩ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। এর আগে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে তিনি হিথরো বিমানবন্দরে চেকইন করেন। এ সময় মা জুবাইদাকে বিদায় দিতে বিমানবন্দরে এসেছিলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও।

সে সময়ের ছবি মুহূর্তের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে অনেকেই ভেবেছেন যে জাইমা রহমানও দেশে ফিরছেন। কিন্তু মূলত ছবিটি লন্ডন বিমানবন্দরের। সেখান থেকে মাকে বিদায় দিয়েই চলে যান তিনি। ঢাকায় এসেছেন জুবাইদা রহমান একাই।

বিজ্ঞাপন

আরও পড়ুন-খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার

তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ২৬ অক্টোবর ১৯৯৫ সালে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে জন্ম নেন।

তার শৈশব কাটে ঢাকা সেনানিবাসের শহিদ মইনুল সড়কের বাসায়, যেখানে তার দাদি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া থাকতেন। এই বাসায় তার মা-বাবাও থাকতেন। জাইমা রহমান ঢাকা শহরের বারিধারার আইএসডিতে (ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা) ইংরেজি মাধ্যমে পড়াশোনা শুরু করেন।

২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে এক-এগারোর ঘটনাবলি ও পরবর্তী সময়ে ১১ সেপ্টেম্বর তিনি তার মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে চলে যান।

আরও পড়ুন-খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে জুবাইদা

২৩ নভেম্বর ২০২৫ জাইমা রহমানের প্রথমবার মতো প্রবাসী বিএনপি এবং বিএনপি নেতাদের সঙ্গে অনলাইনে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়েছিলেন। কিন্তু সরাসরি এখন পর্যন্ত বাংলাদেশের কোনো আনুষ্ঠানিকতায় তিনি অংশ নেননি।

সূত্র থেকে জানা গেছে জাইমা রহমান লন্ডন থেকেই তার মায়ের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তার দাদির খোঁজখবর নিচ্ছেন।

বিজ্ঞাপন

আরো

ফারহানা নীলা - আরো পড়ুন
সম্পর্কিত খবর