Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেলে পড়েছে কাঠের পুল, ঝুঁকিতে হাজারো মানুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ১৭:৫২

হেলে পড়া কাঠের পুল। ছবি: সংগৃহীত

পিরোজপুর: জেলার ইন্দুরকানি উপজেলার বালিপাড়া ইউনিয়ন আলীম মাদরাসা সংলগ্ন খালের ওপর নির্মিত কাঠের পুলটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব ও কাঠ পচে যাওয়ায় পুলটি হেলে পড়েছে এবং যেকোনো মুহূর্তে সম্পূর্ণভাবে ধসে পড়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, পুলটি দিয়ে প্রতিদিন মাদরাসার শতাধিক শিক্ষার্থীসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষ চলাচল করেন। পুলটির বেশকিছু অংশ ভেঙে গেছে, কাঠগুলো নরম হয়ে গেছে এবং মাঝখানে বড় ধরনের ফাঁক তৈরি হয়েছে। ফলে প্রতিদিনই দুর্ঘটনার ঝুঁকি নিয়ে তাদের চলাচল করতে হচ্ছে।

মাদরাসা কর্তৃপক্ষ বলেন, ‘পুলটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। দ্রুত মেরামত না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে।’

বিজ্ঞাপন

স্থানীয় ইউনিয়নবাসীর দাবি, দ্রুত এই কাঠের পুলটি সংস্কার কিংবা নতুনভাবে নির্মাণ না করলে এলাকাবাসীকে চরম ভোগান্তি পোহাতে হবে। বিশেষত মাদরাসার শিক্ষার্থীদের জন্য এটি মারাত্মক সমস্যা সৃষ্টি করবে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর