পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দেশটির প্রতিরক্ষা বাহিনীর (সিডিএফ) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) বার্তা সংস্থা ডনের প্রতিবেদনে এই তথ্য জানা যায়। এর আগে, বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পাকিস্তান সরকার তাকে প্রতিরক্ষা বাহিনীর প্রথম প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। এই পদে নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে আসিম মুনির নিজের অবস্থান আরও পোক্ত করলেন, হয়ে উঠলেন আরও ক্ষমতাধর।
বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ফিল্ড মার্শাল আসিম মুনিরকে প্রতিরক্ষা বাহিনীর প্রধান করার প্রস্তাব দেন। সেদিনই ওই প্রস্তাবে অনুমোদন দেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।
কয়েক মাস আগে তিনি পাকিস্তানের ইতিহাসে দ্বিতীয় অফিসার হিসেবে ফিল্ড মার্শাল পদমর্যাদা লাভ করেন। পাকিস্তানের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন জেনারেল আইয়ুব খান।
গত মাসে একটি নতুন আইনের মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীর প্রধানের পদ তৈরি করা হয়েছে। গত ১২ নভেম্বর পাকিস্তানের পার্লামেন্ট সংবিধানের ২৪৩ নম্বর ধারা সংশোধনীর মাধ্যমে আসিম মুনিরকে দেশটির আইনের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যায়। সংবিধানের ২৭তম সংশোধনীর মাধ্যমে শাহবাজ শরিফ সরকার আসিম মুনিরের যেকোনো অপরাধ বা প্রশাসনিক অভিযোগের ক্ষেত্রে আজীবন আইনগত দায়বদ্ধতা থেকে মুক্তির ব্যবস্থা করেছে।
২০২২ সালে আসিম মুনির আইএসআই প্রধান থেকে পাকিস্তানের ১১তম সেনাপ্রধান হিসেবে পদোন্নতি পান। তিনি পাঁচ বছরের জন্য দেশটির সেনাপ্রধানের দায়িত্ব পালন করছেন।