Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চিনি শিল্পকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ডিসেম্বর ২০২৫ ২০:৫৪

বক্তব্য দিচ্ছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। ছবি: সারাবাংলা

চুয়াডাঙ্গা: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেছেন, সরকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশে উৎপাদিত চিনি যত দিন গুদামে থাকবে, ততদিন আমরা বাইরে থেকে চিনি আমদাান করবো না। যাতে আমাদের কৃষক ভাইদের সহায়তা হয়। সে কারনে কিন্তু টিসিবির মাধ্যমে চিনি মার্কেটে যাচ্ছে। অস্থায়ী চিনি শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা বাড়ানো হয়েছে। ১০২ কোটি টাকা ব্যয়ে কেরুর বিএমআরই কার্যক্রম শুরু হয়েছে। উৎপাদন কাজ মাড়াই মৌসুমে শেষ হবে বলে আমরা আশা করছি। টেকসই উন্নয়ন অর্জনের জন্য কেরু এ্যান্ড কোম্পানি নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে কাজ করছে।’

দেশের ঐতিহ্যবাহী চিনিকল চুয়াডাঙ্গার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানীর ৮৮তম আখ মাড়াই কার্যক্রম উদ্বোধন করার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৫টায় চিনিকলের কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আরও বলেন, ‘চিনিকলসমূহের আধুনিকায়ন উচ্চ ফলনশীল অধিক চিনি সমৃদ্ধ ভালো জাত উৎপাদন, আধুনিক আখ চাষ পদ্ধতি প্রচলন, পণ্য বহুমুখীকরণসহ সবক্ষেত্রে চিনি শিল্পকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা জানেন যে, ফ্যাসিবাদী সরকার চিনিকলগুলো বন্ধ করে দিয়েছে। সেগুলো চালু করার জন্য আমরা উদ্যোগ নিই। আমরা চালুর চেষ্টাও করছি। কিন্তু এগুলো চালু করতে উদ্যোগ নিলেও ভর্তুকি বা সরকারি খাত খেকে টাকা এনে এগুলো চালু করা সম্ভব নয়। নতুন শিল্প প্রতিষ্ঠানের জন্য আমরা বিদেশী উদ্যোক্তা ও দেশের উদ্যোক্তাদের জন্য পর পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এর আগে চিনিকলের কেনই কেরিয়ার প্রাঙ্গণে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশিদুল হাসানের সভাপতিত্বে ও কেরু এ্যান্ড কোম্পানির মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত চলতি আখ মাড়াই মৌসুমের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় শিল্প উপদেষ্টা আরো বলেন, ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কেরু চিনিকল সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

কেরু এ্যান্ড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এসময় বক্তব্য দেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) আব্দুল আলীম খান প্রমুখ।

সর্বোচ্চ আখ উৎপাদন করায় ইসমাইল হোসেন, মজিদ মোল্লা, বকুল হোসেন এবং একর প্রতি সর্বোচ্চ আখ উৎপাদনকারী হিসাবে শামীম হোসেন, মোমিনুল হক, গোলাম সরোয়ার ও শাহ রকিবুল হাসানকে কেরু চিনিকলের পক্ষ থেকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আমন ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক
৫ ডিসেম্বর ২০২৫ ২০:২৭

আরো

সম্পর্কিত খবর