ঢাকা: নির্বাচন কমিশনকে (ইসি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তবে একইসঙ্গে তিনি স্পষ্ট করেছেন—কোনো বিশেষ রাজনৈতিক দলের কারণে নির্বাচন প্রক্রিয়া যেন থেমে না যায়।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগ ভবিষ্যৎ’ শীর্ষক পলিসি ডায়ালগ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা বলেছি নির্বাচন কমিশন যাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনি যাত্রা শুরু করে। কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচন থেমে থাকুক—এটা আমরা চাই না। তাদের (বিএনপি) নেত্রী অসুস্থ, সে বিষয়ে আমাদের সহানুভূতি রয়েছে, তাই বিষয়টি বিবেচনায় নিতে বলেছি। তবে নির্বাচন নির্বাচনের সময়েই হবে।’
তিনি আরও বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের প্রধান অসুস্থ—এ বাস্তবতা বিবেচনায় নেওয়ার আহ্বান জানালেও নির্বাচনি তফসিল ঘোষণা এবং পরিচালনা ইসির এখতিয়ার। তফসিল নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। নির্বাচন তো সময়মতোই হবে।’
জোট রাজনীতি প্রসঙ্গে তিনি জানান, এনসিপি এখন পর্যন্ত কারও সঙ্গে কোনো প্রকাশ্য বা অপ্রকাশ্য সমঝোতায় যায়নি। বরং মিডিয়ায় ভুল তথ্য ছড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আমাদের নিজস্ব রাজনৈতিক এজেন্ডা নিয়ে এগোতে চাই। কারও সঙ্গে জোটে যাওয়ার আগ্রহ নেই আমাদের। তৃতীয় একটি জোট গঠনের আলোচনা চলছে—তবে এনসিপি আপাতত এককভাবেই নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এনসিপি নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করছে—যেখানে গণতন্ত্র, অর্থনৈতিক ন্যায়বিচার ও স্বচ্ছ নেতৃত্ব সামনে আসবে। পুরনো ধাচের রাজনৈতিক দলের ওপর জনগণের আস্থা কমে গেছে। জনগণ নতুন সম্ভাবনা দেখতে চায়—সেই রাজনীতি গড়ার লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।’