Friday 05 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাক্ষস’ সিনেমায় অভিনয়ের গুঞ্জন নাকচ ইধিকার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ ডিসেম্বর ২০২৫ ০০:১৪

ইধিকা পাল ছবি : সংগৃহীত

বাংলাদেশি সিনেমায় যাত্রার পর থেকেই আলোচনায় ইধিকা পাল। শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করে নজর কাড়েন তিনি। এ বছর রোজার ঈদে মুক্তি পাওয়া মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমাতেও ছিলেন তিনি। এরপর শোনা যাচ্ছিল-পরিচালকের নতুন সিনেমা ‘রাক্ষস’-এ এবার সিয়াম আহমেদের সঙ্গে জুটি বাঁধবেন ইধিকা। তবে এসব খবরকে একেবারেই গুঞ্জন বলে উড়িয়ে দিলেন অভিনেত্রী।

গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়—ইধিকা ‘রাক্ষস’ সিনেমায় যুক্ত হচ্ছেন, নির্মাতাদের সঙ্গে নাকি তার আলাপও হয়েছে। কিন্তু ইধিকা স্পষ্ট ভাষায় জানান, “এখন অবধি এ রকম (‘রাক্ষস’) নামের কোনো সিনেমা নিয়ে আমার কোনো কথা হয়নি।”
টালিউডের আনন্দবাজারকেও একই তথ্য দিয়েছেন তিনি। সিয়াম আহমেদের সঙ্গে নতুন কোনো প্রজেক্ট নিয়েও কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছেন ইধিকা।

বিজ্ঞাপন

এদিকে আনন্দবাজার সূত্রে জানা গেছে, ইধিকা না থাকলেও ‘রাক্ষস’-এ সিয়ামের বিপরীতে দেখা যেতে পারে টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়কে। এর আগে এই সিনেমায় সাবিলা নূর অভিনয় করবেন-এমন খবরও আলোচনায় ছিল।

সিনেমাটি নিয়ে দেশ-বিদেশের একাধিক অভিনেত্রীর নাম ঘুরে বেড়ালেও এখনো পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি। প্রযোজক শাহরিনা সুলতানা শুধু জানিয়েছেন, কয়েকজন নায়িকার সঙ্গে আলাপ হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত সময়েই জানা যাবে।

‘প্রিন্স’ সিনেমাতেও নায়িকা হিসেবে ইধিকার নাম শোনা গিয়েছিল। কিন্তু সেখানেও পরিবর্তন এসেছে। নতুন করে টালিউডের জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম শোনা যাচ্ছে। তবে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে শুধু তাসনিয়া ফারিণের অংশগ্রহণ।

জানা গেছে, এ মাসেই ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’—দুটি সিনেমার শুটিং শুরু হবে। সিনেমাগুলোর বেশির ভাগ দৃশ্যায়ন হবে দেশের বাইরে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী রোজার ঈদে মুক্তি পাবে দুই ছবিই।

ইধিকার প্রতি এ ধরনের গুঞ্জন নতুন নয়। গত বছরও ‘সিকান্দার’ নামের একটি সিনেমায় সিয়াম-ইধিকা জুটি বাঁধছেন এমন খবর ছড়িয়েছিল। সেবারও শেষ পর্যন্ত সেটি গুঞ্জনই থেকে যায়।

নতুন করে ‘রাক্ষস’ সিনেমা ঘিরে ছড়ানো গুঞ্জনেও অবাক হয়েছেন অভিনেত্রী। স্পষ্ট করেছেন—এ পর্যন্ত কোনো আলোচনা হয়নি, সিদ্ধান্তও হয়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর