গত দুই যুগে ফুটবল মাঠে রাজত্ব করেছেন দুজন। লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা, এ নিয়ে তর্কও যেন কম হয়নি। ক্লাব ফুটবলে বহুবার মুখোমুখি হলেও জাতীয় দলের হয়ে বিশ্বকাপের মঞ্চে কখনোই দেখা হয়নি দুই কিংবদন্তির। তবে এবার আসতে পারে সেই মাহেন্দ্রক্ষণ। ২০২৬ ফিফা বিশ্বকাপে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও পর্তুগাল।
র্যাংকিংয়ে এগিয়ে থাকায় আর্জেন্টিনা ও পর্তুগাল দুই দলই ছিল পট-১ এ। আর্জেন্টিনা পড়েছে গ্রুপ জে তে, পর্তুগালের জায়গা হয়েছে গ্রুপ কে তে। গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। অন্যদিকে পর্তুগাল খেলবে কলম্বিয়া, উজবেকিস্তান ও ফিফা প্লে-অফ-১ এর বিজয়ী দলের বিপক্ষে।
আর্জেন্টিনা ও পর্তুগাল যদি নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারে, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যাবে মেসি ও রোনালদোর। দুই দলের এক দল যদি রানার্সআপ হয়, তাহলে সেমিফাইনালের আগে দেখা হওয়ার উপায় নেই।
বিশ্লেষকরা ধারণা করছেন, আর্জেন্টিনা অনায়াসেই তাদের গ্রুপের তিন ম্যাচে দিয়ে চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে উঠবে। অন্যদিকে পর্তুগালের সামনে বড় বাঁধা লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া। পর্তুগাল-কলম্বিয়ার ম্যাচের জয়ী দলই শেষ পর্যন্ত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাবে।
যদি সত্যিই কোয়ার্টার ফাইনালে মেসি-রোনালদোর দেখা হয়ে যায়, সেটা হবে ফুটবল ভক্তদের জন্য বড় এক পাওয়া!