ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আটটি থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
জিএমপি সূত্র জানায়, দায়িত্ব পালনে গতি ও স্বচ্ছতা নিশ্চিত করতে এসব থানার কর্মকর্তাদের রদবদল করা হয়েছে। বদলিকৃত পুলিশ কর্মকর্তারা হলেন—জিএমপি সদর থানার ওসি মোহাম্মদ মেহেদী হাসান টঙ্গী পূর্ব থানা, টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ হারুন-অর-রশিদ বাসন থানা, কাশিমপুর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান গাছা থানা, পূবাইল থানার ওসি মোহাম্মদ খালিদ হাসান কাশিমপুর থানা, বাসন থানার ওসি মোহাম্মদ শাহীন খান টঙ্গী পশ্চিম থানা, গাছা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম সদর থানা, ডিবি (উত্তর) বিভাগের মোহাম্মদ জালাল উদ্দীন মাহমুদ কোনাবাড়ী থানা, টঙ্গী পূর্ব থানার এসআই (তদন্ত) আতিকুর রহমান পূবাইল থানা, টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ ওহিদুজ্জামান ডিবি উত্তর, কোনাবাড়ী থানার ওসি মোহাম্মদ সালাহউদ্দিন ডিবি দক্ষিণ।
বদলিকৃত কর্মকর্তাদের আগের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।