Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রাকচাপায় যুবক নিহত

স্পেশাল করেসপডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৫:২৬ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৩১

প্রতীকী ছবি।

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় রতন (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে বগুড়া-জয়পুরহাট আঞ্চলিক সড়কের কিচক বলরামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মারুফ নামে আরেক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত রতন জয়পুরহাট সদর উপজেলার তেঘর এলাকার রামলালের ছেলে। তিনি পেশায় নাপিত ছিলেন। আহত মারুফ একই এলাকার ভুট্টো মিয়ার ছেলে।

জানা গেছে, রতনসহ আটজন বন্ধু মোটরসাইকেলে করে জয়পুরহাট থেকে বগুড়ার মমইনের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শিবগঞ্জ উপজেলার বলরামপুর বাসস্ট্যান্ডে একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে পড়েন রতন ও মারুফ। এতে ঘটনাস্থলেই রতন মারা যান। আহত মারুফকে গুরুতর অবস্থায় জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/আরটি/জিজি