নাটোর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নাটোর-৩ (সিংড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ মসজিদ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া, রামপুর, চামারী, রোধী, মহিষমারী ও বিলদহর বাজারে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, সেক্রেটারি শাহ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মানজারুল ইসলাম, অর্থ সম্পাদক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা সোহাইল হুসাইন, অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সেক্রেটারী মাওলানা আলমগীর হোসাইন, পৌর সভাপতি মাওলানা জাকারিয়া হোসাইন, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুফতি আব্দুর রহমান প্রমুখ।
গণসংযোগকালে ভোটারদের কাছে হাতপাখার পক্ষে ভোট প্রার্থনা করেন মাওলানা খলিলুর রহমান।