Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের পক্ষ থেকে ঘর পেল বাকপ্রতিবন্ধী পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৪১

অসহায় পরিবারকে সঙ্গে নিয়ে নতুন ঘরের ফিতা কাটেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। ছবি: সারাবাংলা

বাগেরহাট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বাকপ্রতিবন্ধী ভিক্ষুক পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। বাগেরহাটের রামপালের ভাগা এলাকার দীপালি রানী শীলকে নতুন এ ঘরটি নির্মাণ করে দিয়েছে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়নপ্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে ওই অসহায় পরিবারকে সঙ্গে নিয়ে নতুন ঘরের ফিতা কাটেন লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

এসময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে দীপালির পরিবার।

দীপালি রানী শীল ভিক্ষা করে জীবনযাপন করে আসছেন। তিনি স্বামী পরিত্যাক্তা। তার দুটি মেয়েই বাকপ্রতিবন্ধী। থাকতেন জরাজীর্ণ একটি ঘরে। তারা রোদ, বৃষ্টি ও শীতে কষ্ট পেতেন।

বিজ্ঞাপন

দীপালি বলেন, ‘লায়ন ফরিদ আমাকে নতুন একটি ঘর করে দিয়েছে, তার জন্য আমার আর্শীবাদ। সে যেন ভাল থাকে, তার যেন মঙ্গল হয়। সে যেন আমার মতো অসহায় মানুষের পাশে আরো বেশি বেশি দাড়াতে পারে।’

লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘দীপালি ভিক্ষা করে, তার দুইটি মেয়েই বাকপ্রতিবন্ধী। দীর্ঘদিন তারা একটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছিল। বিষয়টি আমি জানার পর সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই তাদেরকে নতুন একটি ঘর করে দিয়েছি। ঘরটি মুলত তারেক রহমানের পক্ষ থেকে এ অসহায় পরিবারটিকে উপহার দেওয়া হয়েছে। কারণ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সারাদেশের গৃহহীনদের পাশে দাঁড়াচ্ছে। তিনি আমাদের নির্দেশনা দিচ্ছেন সারা জনপদে এগুলো দেখার জন্য। আমরা তার পক্ষ থেকে প্রত্যকে যার যার এলাকায় চেষ্টা করছি গৃহহীনদের পাশে দাঁড়াতে। আমরা যারা সমাজে ভাল অবস্থানে আছি তাদের এমন ছোট ছোট কাজগুলো করা উচিৎ। কারণ সবাইকে নিয়ে ভাল থাকতে হবে, একা ভাল থাকা যায় না। তাই প্রত্যেকেরই তার প্রতিবেশীর পাশে থাকা উচিৎ।‘