Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৪১ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৫

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভারত সীমান্তে বিএসএফের গুলিতে নিহত শহিদুল ইসলাম শহিদের (৩৭) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড় ৩টায় ভারতীয় পুলিশ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দৌলতগঞ্জ-মাজদিয়া চেকপোস্ট দিয়ে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে জীবননগর থানা-পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে।

এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মকবুল হাসান, জীবননগর থানার পরিদর্শক রিপন কুমার দাস। এ ছাড়া ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ৩২ বিএসএফ ব্যাটালিয়ানের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর জীবননগরের গয়েশপুর সীমান্তের অপর পাশে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন শহিদ। তিনি উপজেলার গয়েশপুর গ্রামের নস্কর আলীর ছেলে।

স্থানীয় একাধিক সূত্র বলেছে, গয়েশপুরসহ আশপাশের গ্রামের ১০-১২ জন ভারত থেকে মাদক আনতে গিয়েছিলেন। বিকেলে ফেরার সময় বিএসএফের সদস্যরা তাদের ধাওয়া দেয়। এ সময় সবাই পালিয়ে গেলেও শহিদুল গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।

তবে শহিদুলের স্ত্রী নাসরিন আক্তার বলেন, সকালে কাজ গিয়েছিল (স্বামী)। দেড়টা থেকে ২টার দিকে কাজ শেষ করে বাড়ি এসেছিল। এরপর বিকেলে গরুর জন্য মাঠে ঘাস কাটতে গিয়েছিল। আর বাড়ি আসেনি। মাগরিবের সময় শুনছি, আমার স্বামীকে গুলি করে বিএসএফ নিয়ে গেছে।

বিজ্ঞাপন

আপনি কি বিয়ের জন্য প্রস্তুত?
৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০

আরো

সম্পর্কিত খবর