Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেমের টানে পূজা থেকে ইরা, ধর্মান্তরিত হয়ে বিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৩ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৪৭

ইরা অহিদ ও অহিদুল ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মুহূর্ত। ছবি: সারাবাংলা

পিরোজপুর: জেলার নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের যুবক অহিদুল ইসলামের প্রেমে পড়ে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছেন সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের পূজা শিকদার।

জানা গেছে, দীর্ঘদিনের সম্পর্কের পর পূজা শিকদার স্বেচ্ছায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তরিত হয়ে তিনি নিজ নাম পরিবর্তন করে ইরা অহিদ রাখেন। এরপর ইসলামি শরিয়াহ মোতাবেক ইরা অহিদ ও অহিদুল ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরিবার–পরিজন এবং স্থানীয়দের উপস্থিতিতেই সম্পূর্ণ নিয়ম মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে নবদম্পতি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অহিদুল ইসলাম জানান, গত সোমবার (১ ডিসেম্বর) পূজা সিকদার স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে ইরা অহিদ নামে নথিভুক্ত হন। প্রথমে পিরোজপুর আদালতে কোর্ট ম্যারেজের পর পরে কাজী অফিসে ইসলামি নিয়মে তাদের বিবাহ সম্পন্ন হয়।

এক বছর আগে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমের সূত্রে অহিদুল ও ইরার পরিচয়। অহিদুল ছিলেন নাজিরপুর উপজেলার রেড ক্রিসেন্ট যুব দলের নেতা, আর ইরা যুব সদস্য। কাজের মাঝে পরিচয় বন্ধুত্বে, আর বন্ধুত্ব থেকে সম্পর্ক গভীর ভালোবাসায় রূপ নেয়।

ইরা অহিদ বলেন, ‘স্কুল জীবন থেকেই ইসলাম ধর্মের প্রতি আমার আগ্রহ ছিল। নিয়মিত ইসলামি বই পড়তাম। সেই আগ্রহ থেকেই স্বেচ্ছায় ধর্মান্তরের সিদ্ধান্ত নিয়েছি। আইনি প্রক্রিয়া অনুসরণ করে ইসলামি শরিয়া অনুযায়ী আমরা বিবাহ করেছি।’

নাজিরপুরের স্থানীয়রা ঘটনাটিকে ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, ধর্মীয় ভিন্নতা থাকলেও পারস্পরিক বিশ্বাস, সম্মান ও ভালোবাসা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে পারে—ইরা ও অহিদ তার বাস্তব উদাহরণ।

অহিদুল ইসলাম আরও জানান, ‘আমার পরিবার স্ত্রীকে সামাজিকভাবে স্বীকৃতি দিয়েছে এবং আমরা এখন আমার বাড়িতে একসঙ্গে অবস্থান করছি। ইরার পরিবার এখনো মেনে নেয়নি, তবে আমরা আশা করছি অচিরেই তারা গ্রহণ করবে। আমরা বর্তমানে খুবই ভালো আছি।’

নবদম্পতির নতুন জীবনের জন্য স্থানীয় জনসাধারণ শুভকামনা জানিয়েছেন। তাদের মতে, ভালোবাসার এই সিদ্ধান্ত সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক বোঝাপড়ার ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

বিজ্ঞাপন

আপনি কি বিয়ের জন্য প্রস্তুত?
৬ ডিসেম্বর ২০২৫ ১৭:৪০

আরো

সম্পর্কিত খবর