বগুড়া: বগুড়ায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পৌর পার্কে এ মেলার উদ্বোধন করা হয়। মেলায় স্থান পেয়েছে ৭০টি স্টল।
বিসিক বগুড়া জেলা কার্যালয়ের আয়োজনে প্রধান অতিথি হিসাবে এই মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম।
বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাক এ কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, হাজরাদিঘী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, নাসিব বগুড়ার সভাপতি একরামুল কবীর আহম্মেদ।
ফেরদৌস ওয়াহেদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের উপপরিচালক আবু হাশেম।
উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা। এসময় তারা মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তা ও কারুশিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডার ও খাবার দোকান রয়েছে। মেলা চলবে ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন বাহারি পণ্যের দোকান বসেছে। নিজের তৈরি জিনিস ও খাবার সবার মাঝে ছড়িয়ে দিতেই মেলায় অংশ নিয়েছেন নারী উদ্যোক্তারা।