Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি’র খোঁজে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ২০:১২

-ছবি : সংগৃহীত

ঢাকা: শরীয়াহভিত্তিক একীভূত ৫ ব্যাংকের সমন্বয়ে নব গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এ ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেবে সরকার। এ লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। চলতি ২২ ডিসেম্বর অফিস চলাকালীন সময় (বিকেল ৫টার মধ্যে) পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের শর্ত অনুযায়ী, আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ফিন্যান্স, একাউন্টিং, ব্যাংকিং বা ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া সিএফএ, এফসিএ, সিএমএ, সিপিএ, এসিসিএ, এআইবিবি ডিগ্রিধারী কিংবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামিক ফাইন্যান্স সার্টিফিকেট (সিআইপিএ, সিএসএএ) থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। একাডেমিক ক্ষেত্রে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। প্রত্যক্ষ অভিজ্ঞতা হিসেবে আবেদনকারীকে বাণিজ্যিক ব্যাংক পরিচালনা ও ঝুঁকি ব্যবস্থাপনায় ১০ বছরসহ ব্যাংক খাতে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংকে এএমডি বা ডিএমডি পদে কমপক্ষে ৩ বছরের সরাসরি অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া ইসলামিক ব্যাংকিং পরিচালনা, শরীয়াহ গভর্ন্যান্স, ইসলামিক একাউন্টিং, প্রফিট ডিস্ট্রবিউশন মেকানিজম ও ইনলামিক রিক্স ম্যানেজমেন্টে অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স নির্ধারণ করা হয়েছে ৪৫ থেকে ৬০ বছর। যোগ্য প্রার্থীকে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। পারফরম্যান্স মূল্যায়নে সন্তোষজনক হলে মেয়াদ বাড়ানো হতে পারে।

বিজ্ঞাপন

ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- এমডি/সিইও প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন এবং সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি’র রূপান্তরের নেতৃত্ব প্রদান;

ব্যাংকের মধ্যম ও দীর্ঘমেয়াদী শরিয়াহ-ভিত্তিক কৌশলগত দিকনির্দেশনা প্রণয়ন ও বাস্তবায়ন;

সকল বিভাগে আধুনিক ইসলামী আর্থিক পরিষেবা প্রদানে সক্ষম একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা;

অপারেশনাল তদারকি ও সাংগঠনিক একীকরণ;

কর্পোরেট, এসএমই, খুচরা, ট্রেজারি, কৃষি, আন্তর্জাতিক বাণিজ্য ও ডিজিটাল ব্যাংকিংসহ সকল অপারেশনাল উইংয়ের নেতৃত্ব ও সমন্বয় সাধন ইত্যাদি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর