Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে এক দিনে নদী থেকে ২ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ২০:৫০ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২৫ ২০:৫১

প্রতীকী ছবি।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা ও কাজলী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মেঘনা নদীর ডুবারচর ও কাজলী নদীর মধ্য বাউশিয়া ( দাস পাড়া) এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ডুবারচর সংলগ্ন মেঘনা নদীতে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। অবস্থা দেখে মনে হচ্ছে ৪-৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। শারীরিক অবয়ব দেখে তার বয়স ৩২-এর কাছাকাছি হতে পারে অনুমান করা হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া (দাস পাড়া) এলাকা থেকে এক পুরুষের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার দুই পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। শারীরিক গঠন দেখে ধারণা করা হচ্ছে তার বয়স ৩৫-এর কাছাকাছি হতে পারে।

মধ্য বাউশিয়া গ্রামের বাসিন্দা কাউসার হোসেন বলেন, ‘স্থানীয় কয়েকজন শিশু প্রথমে মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে উৎসুক জনতা মরদেহ দেখতে ভিড় করে। অবস্থা দেখে মনে হয়েছে একদিন আগে তার মৃত্যু হয়েছে। লাশটি উপুড় হয়ে পড়ে আছে তবে পায়ে রশি বাঁধা বলে জানতে পেরেছি।’

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির হোসেন বলেন, ‘দুইজনের মরদেহ নদীতে পাওয়া গেছে। বিষয়টি নৌ-পুলিশ দেখছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, ‘দুপুরে হোসেন্দী ইউনিয়নের ডুবার চর থেকে আমরা এক নারীর মরদেহ উদ্ধার করেছি। বাউশিয়া ইউনিয়নের কাজলী নদীতে এক পুরুষের লাশ দেখতে পেয়েছে স্থানীয়রা। আমরা সেখানে যাচ্ছি। এখনো পর্যন্ত লাশ দুটির পরিচয় পাওয়া যায়নি।’

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর