Saturday 06 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ ডিসেম্বর ২০২৫ ২১:৩৭

বক্তব্য দিচ্ছেন বিএনপি নেতা আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। ছবি: সারাবাংলা

নোয়াখালী: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় সুবর্ণচর উপজেলার চরজুবিলী রব্বানিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা মাঠে এ দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ.বি.এম জাকারিয়া। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড.এবিএম জাকারিয়া, জেলা বিএনপি সদস্য অ্যাড. আবদুর রহমান, এনায়েত উল্ল্যাহ বাবুল, জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন।

এসময় উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা রুহুল আমীন।

বিজ্ঞাপন

বিরল প্রজাতির তক্ষকসহ আটক ১
৬ ডিসেম্বর ২০২৫ ২১:২২

আরো

সম্পর্কিত খবর