সুনামগঞ্জ: সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ২০১৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৪৫ লাখ ৬২ হাজার ২৭২ টাকা বকেয়া বিদ্যুৎ বিলের জন্য সংযোগ বিছিন্নের নোটিশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বারবার নোটিশ এবং তাগিদ দেওয়ার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। তাই উপায় না দেখে জেলার প্রায় ৩০ লাখ মানুষের একমাত্র চিকিৎসাসেবা কেন্দ্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন করার নোটিশ দেওয়া হয়।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সুনামগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ছয়টি অ্যাকাউন্টের মোট বকেয়া ৪৫ লাখ ৬২ হাজার ২৭২ টাকা। এর মধ্যে দুইটি এইচটি (হাসপাতাল) সংযোগ দিয়ে হাসপাতাল চলে। আর বাকি চারটি সংযোগের পোস্টপেইডকালীন সময়ে বকেয়া পড়েছে।
তাই হাসপাতালের তত্ত্বাবধায়ককে সব বকেয়া পরিশোধ করতে চলতি মাসের ৮ ডিসেম্বর জানানো হয়। গত ৮ ডিসেম্বর বকেয়া পরিশোধ না করলে ৯ ডিসেম্বর হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
সুনামগঞ্জ বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ বলেন, ‘দীর্ঘ দিন ধরে সুনামগঞ্জ সদর হাসপাতালের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। আমরা অনেক বার তাদের নোটিশ দিয়েছি। তত্ত্বাবধায়কও অনেক বার বলেছি। কিন্তু তারা কোনো কথা আমলে নেননি। তাই বাধ্য হয়ে সরকারি রাজস্ব আদায় করতে আমরা তাদের এ মাসের ৮ তারিখ শেষ সময় সীমা বেঁধে দিয়েছি। তারা এ সময়ের মধ্যে বকেয়া পরিশোধ না করলে আমরা পরের দিন ৯ ডিসেম্বর সদর হাসপাতালের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করবো।’
সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমি আসার আগেরও কিছু বকেয়া বিল ছিল। আবার এপ্রিল মাসেরও আছে। আমরা সব বকেয়া বিল পরিশোধের চেষ্টা করেছি। একাউন্সের সঙ্গে কথা হয়েছে। তারা টাকা দিলে আমরা বিল পরিশোধ করে দেব।’