গাইবান্ধা: জেলার সদর উপজেলায় ডাম্পট্রাকের ধাক্কায় নাজির হোসেন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজির জেলার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পাকুরতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কে জেলা শহর থেকে ছেড়ে আসা একটি ডাম্পট্রাক সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর বাজার এলাকায় পৌঁছলে এর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী হোসেন নাজির হোসেন রাস্তায় ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। পরে কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র জানান, দুর্ঘটনার পর পরই ডাম্পট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। রাতে হাসপাতাল থেকে মরদেহের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা শেষ হলে ময়না তদন্ত করা হবে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল-মামুন জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।