রংপুর: জেলার তারাগঞ্জ উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে এক ইজিবাইক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ব্রাদার্স হিমাগারের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম গোলাম মোস্তফা (৪৫)। তিনি তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর জয় বাংলা এলাকার বাসিন্দা এবং ইসহাক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জ থেকে ইজিবাইক নিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন মোস্তফা। পথে ব্রাদার্স হিমাগারের সামনের সড়কে পেছন থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা লাগে তার ইজিবাইকের। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মহাসড়কের এই অংশটি ব্যস্ত এলাকা হওয়ায় সড়ক দুর্ঘটনার ঝুঁকি সবসময় থাকে। দুর্ঘটনার সময় মোটরসাইকেলের গতি খুব বেশি ছিল বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, ধাক্কার শব্দ শুনে তারা ছুটে এসে দেখেন মোস্তফা রাস্তায় পড়ে আছেন এবং তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করার আগেই তিনি মারা যান।
তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা নিয়ে আরও সচেতনতা বাড়াতে হবে।’
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।