Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপিসহ ৩ দলের নতুন জোটের ঘোষণা বিকেলে

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৩:৪৫ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৪:৪৬

ঢাকা: বিএনপি–জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক ও নির্বাচনি জোট গঠনের যে আলোচনা গত দুই সপ্তাহ ধরে চলছিল, সেটি অবশেষে রূপ নিতে যাচ্ছে। তবে আলোচিত গণঅধিকার পরিষদকে ছাড়া তিন দল— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন আজ বিকেলে নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ৪টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নতুন জোটের ঘোষণা অনুষ্ঠিত হবে।

দলগুলোর ভাষ্য অনুযায়ী, এই জোটের লক্ষ্য “জুলাই গণ–অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়তে ইচ্ছুকদের ঐক্য গড়ে তোলা।”

বিজ্ঞাপন

দুপুরে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের জানিয়েছেন, ঘোষণার অনুষ্ঠানে তিন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এবি পার্টির একটি সূত্রও জোট ঘোষণার তথ্য নিশ্চিত করেছে।

প্রথমে চার দল— এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণঅধিকার পরিষদ— মিলে জোট গঠনের আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।

২৭ নভেম্বর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে জোট ঘোষণার কথা থাকলেও আগের রাত পর্যন্ত বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে দীর্ঘ বৈঠকেও সমঝোতা হয়নি।

মূল বিরোধ দেখা দেয় ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশকে (আপ বাংলাদেশ)’ জোটে যুক্ত করা নিয়ে— যার বিরুদ্ধে এনসিপি আপত্তি জানায়। একইসঙ্গে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতাদের মধ্যেও লক্ষ্য ও কাঠামো নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। সুতরাং আজ যে জোট ঘোষনায় কি হবে সেটি দেখার বিষয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর