Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল-আরিচা সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৫:০৮

সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন।

টাঙ্গাইল: টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের সামনে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে নাগরপুরের জনসাধারণ।

মানববন্ধনে বক্তারা জানান, আঞ্চলিক এ মহাসড়কটি প্রশস্ত করার লক্ষ্যে পূর্বের সড়কটির দু’পাশের গাছ কেটে, রাস্তার উপরিভাগ খোঁড়াখুঁড়ি করে বিগত কয়েক বছর যাবৎ ফেলে রাখা হয়েছে।

আঞ্চলিক এই সড়কটির কয়েকটি স্পটে নাম মাত্র কাজ করে, পুরো রাস্তাটিই প্রায় স্থবির ফেলে রেখেছে গত কয়েক বছর। এতে, নাগরপুর থেকে টাঙ্গাইল বা মানিকগঞ্জ যাতায়াতে জনগণকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। মাসের পর মাস, বছরে পর বছরের এ ভোগান্তিতে থেকে পরিত্রাণে রাস্তার কাজটি দ্রুত বাস্তবায়নে মানববন্ধন থেকে দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, ইসলামি আন্দোলন নাগরপুর শাখার সভাপতি মো. বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মুফতি আল-আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. রানা হাসান, কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর