Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কওমি মাদরাসার সনদধারীরা নিকাহ রেজিস্ট্রার হতে পারবেন: আইন উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৫:২৯ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৭

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি

ঢাকা: এখন থেকে কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, এখন থেকে কওমি মাদরাসা স্বীকৃত ডিগ্রিধারীরা নিকাহ রেজিস্ট্রার (কাজী) হতে পারবেন। আগে এই সুযোগ আলিম সনদধারী ব্যক্তিদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় এই সুযোগ বাড়ানোর জন্য আইন সংশোধন করেছে।

তিনি বলেন, আজ থেকে কওমি মাদরাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদধারী ব্যক্তিরাও এই পদে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আবারও কমতে পারে তাপমাত্রা
২২ জানুয়ারি ২০২৬ ১১:১২

আরো

সম্পর্কিত খবর