Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:১২ | আপডেট: ৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৩২

নিহত এমরান চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত এমরান চৌধুরী (৪২) হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি চারিয়া গ্রামের সিকদারপাড়ায়।

একই দুর্ঘটনায় এমরানের সঙ্গে মোটর সাইকেল আরোহী মো. আরিফও আহত হয়েছেন বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশের নাজিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহেদুল ইসলাম জানিয়েছেন, স্থানীয়ভাবে চাঁদের গাড়ি নামে পরিচিত ‍পুরনো জিপের ধাক্কায় মোটর সাইকেল আরোহী দুইজন হতাহত হন।

বিজ্ঞাপন

‘লাকড়িবোঝাই চাঁদের গাড়িটি ফটিকছড়ি থেকে হাটহাজারীর দিকে আসছিল। আর আরিফ মোটরসাইকেল রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে নিয়ে যাচ্ছিলেন। পেছনে বসা ছিলেন এমরান। এ সময় দ্রুতগামী চাঁদের গাড়িটি তাদের মোটরসাইকেলের পাশ থেকে ধাক্কা দেয়। এতে দুইজনই মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন।’

আহত দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে নগরীর বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক এমরানকে মৃত ঘোষণা করেন। আরিফ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন এসআই শাহেদুল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর