Sunday 07 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে আন্তঃকলেজ ফুটবলে ডা. আবুল হোসেন কলেজ চ্যাম্পিয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ১৮:৪০

রাজবাড়ীতে আন্তঃকলেজ ফুটবলে ডা. আবুল হোসেন কলেজ চ্যাম্পিয়ন

রাজবাড়ী: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে রাজবাড়ীতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ডা. আবুল হোসেন কলেজ এবং কালুখালী সরকারী কলেজ। খেলায় নির্ধারিত সময়ে ডা. আবুল হোসেন কলেজ ১-০ গোলে কালুখালী সরকারী কলেজকে পরাজিত করে।

ফাইনাল খেলায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল বক্তব্য দেন। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা ক্রীড়া অফিসার আল আমিন খন্দকার।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, খেলাধুলা তরুণদেরকে যেমন আনন্দ দিবে, তেমনি খারাপ কিছু থেকে তাদেরকে দূরে রাখবে। এছাড়াও শরীর ও মন দুটোই ভালো রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। আজকে যে দল বিজয়ী হয়েছে তাদের আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা দুর্দান্ত খেলে ও নিজেদের যোগ্যতাই চ্যাম্পিয়ন হয়েছে। যারা রানার্সআপ হয়েছে তারাও দুর্দান্ত খেলছে। দুটো টিমের জন্যই আমার অত্যন্ত শুভকামনা রইল। খেলাধুলা যুবসমাজকে সৎ, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে। খেলার মাধ্যমেই আমাদের ছেলেরা আগামীদিনের তারকা হয়ে উঠবে। সেই সঙ্গে, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে অপরাধ কার্যক্রম থেকে দূরে রাখা যাবে।

খেলা শেষে চাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলের হাতে ট্রফি, মেডেল ও প্রাইজমানির প্লাকার্ড তুলে দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার সহ অন্যান্য অতিথিরা।

এসময় এনডিসি মকবুল হোসেন, রাজবাড়ী ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মিরাজুল মাজিদ তূর্যসহ শিক্ষক, জেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, ক্রীড়াবিদ, আয়োজক কমিটি ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজিত এ টুর্নামেন্ট ৬ ডিসেম্বর শুরু হয়। জেলার পাঁচটি উপজেলার ৮টি কলেজ এই খেলাতে অংশ নেয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর