ঢাকা: জুলাই অভ্যুত্থানের অঙ্গীকারকে সামনে রেখে বাংলাদেশকে নতুন রাজনৈতিক দিকনির্দেশনা দিতে তিনটি রাজনৈতিক দল একত্রিত হয়েছে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে তিন দলের সমন্বয়ে গঠিত ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মঞ্জু বলেন, ‘আজ আমরা একটি নতুন যাত্রার ঘোষণা দিতে এসেছি। সবকিছু গুছিয়ে নয়, বরং বহু চেষ্টার পর সাহস সঞ্চয় করে আমরা এই উদ্যোগের ঘোষণা করছি।’
তিনি জানান, গণঅভ্যুত্থানের রক্তঝরা সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন জাগ্রত হয়েছে, সেই আকাঙ্ক্ষাকে ধরে রাখতে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন অনুভব করেছেন তারা।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, বিভিন্ন স্তরের মানুষ তাদেরকে আহ্বান জানিয়েছেন— গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখতে যেন তারা ঐক্যবদ্ধ হন। কিন্তু বড় সংগ্রামের পর রাষ্ট্রকে প্রত্যাশিত পথে এগিয়ে নেওয়ার যে চিন্তা ও স্বপ্ন ছিল, নানা কারণে তা ভেঙে গেছে। তরুণ ও নতুন প্রজন্মের প্রত্যাশাও ব্যাহত হয়েছে।
তিনি বলেন, ‘পুরাতন রাজনীতির প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে। পোস্টার ছেঁড়া, মিছিল ভাঙচুর, গুম-খুন, সন্ত্রাস এসব নোংরা রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক ব্যবস্থা চাই সবাই। কিন্তু নতুন রাজনীতির কথা বললেই আমরা সবসময় সমর্থন পাই না। সত্যি কথা হলো আমাদেরও ভুল আছে, ত্রুটি আছে।’
মঞ্জু জানান, অতীতের ভুল-ত্রুটি সংশোধন করে তারা নতুন করে পথচলা শুরু করতে চান। দীর্ঘদিনের প্রচেষ্টা সত্ত্বেও খুব বেশি সাফল্য না মিললেও একটি নতুন যাত্রার সূচনা তারা আজ ঘোষণা করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজসহ জোটের অন্যান্য নেতারা।